শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বারুদে ঠাসা তাসকিন, মনে করেন ওয়ালশ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৭

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নিউজিল্যান্ড সফর ভালো হয়নি টিম বাংলাদেশের। পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ফলাফলের খাতা থেকেছে শূন্য। সিরিজ এমন বাজে হলেও বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বিশেষ করে পেসার তাসকিন আহমেদের বোলিংয়ে মুগ্ধ সাবেক এই ক্যারিবীয় তারকা। তাসকিনের প্রতিভার কথা স্মরণ করে তাকে বারুদে ঠাসা বলেও মন্তব্য করেছেন ওয়ালশ।

ভারত সফরে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘ওর (তাসকিন) বোলিংয়ে গতি আছে। তরুণ হওয়ার সঙ্গে সঙ্গে রয়েছে অনেক শক্তি। বলতে গেলে এক কথায় বারুদ ঠাসা। দিনটি যদি ওর হয় তাহলে সেদিন অধিনায়কের স্বপ্ন পূরণ হবেই।’

হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে একমাত্র ঐতিহাসিক টেস্টটি তাসকিনের অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হিসেবে দেখছেন ওয়ালশ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই খেলা ওর (তাসকিন) অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেবে। আমার ধারণা অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে ওর আত্মবিশ্বাস বাড়লে একদিন শীর্ষে পৌঁছাবেই। আর ও যেভাবে পরিশ্রম করছে, তাতে আমি সত্যিই খুশি।’

এদিকে টেস্টে সেভাবে খেলতে না পারায় বোলারদের অভিজ্ঞতা ঠিকমতো বিকাশ হচ্ছে না বলেও মনে করেন বাংলাদেশ পেস বোলিং কোচ। এ প্রসঙ্গে ওয়ালশ বলেছেন, ‘অন্যতম সমস্যা হচ্ছে অনভিজ্ঞতা। সেভাবে ওরা (পসাররা) টেস্ট খেলার সুযোগ পায়নি। তাই এক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা চলছে। বোর্ড তাদের জন্যে কাজ করছে। আমার মনে হয় এটা সঠিক দিকেই যাচ্ছে। ঘরের বাইরে ওদের আরও বেশি খেলা উচিত।’