শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ফাইনালে মেসিকে নিয়ে অনিশ্চয়তা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৭

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র ফাইনালে এক পা দিয়ে রেখেছে। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি-সহ আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নিষেধাজ্ঞার অনিশ্চয়তায় রয়েছেন।

তবে বার্সা কোচ লুইস এনরিক জানান, মেসি, জর্দি আলবা ও স্যামুয়েল উমতিতি সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলবে। ফাইনালে খেলতে হলে ফাউল এড়িয়ে চলতে হবে তাদের। এই আসরের নিয়ম অনুযায়ী একটি ফুটবলার যদি তিন ম্যাচে হলুদ কার্ড পায় তবে পরের ম্যাচে নিষেধাজ্ঞা হবে। আর ওপেরর তিন ফুটবলারই ইতোমধ্যে দুটি করে হলুদ কার্ড দেখেছেন। এই কঠিন শঙ্কার মধ্যেই মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে বার্সা। এদিকে হয়তো প্রথম একাদশেই মাঠে নামাবেন মেসি, আলবা ও উমতিতিকে। তিনি মনে করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না, যাতে করে তাকে চিন্তার মধ্যে পড়তে হয়। আমাদের প্রধান লক্ষ্যই থাকবে অ্যাতলেটিকোকে হারানো ও ফাইনাল নিশ্চিত করা। ’