আলেপ্পোয় অবরুদ্ধ হয়ে পড়েছে আইএস
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর অভিযানে আইএস জঙ্গিরা তাদের সর্বশেষ ঘাঁটিতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।
সোমবার এ তথ্য জানায় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটি জানায়, সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে এবং তুরস্ক ও বিদ্রোহী বাহিনী, পূর্ব-পশ্চিম ও উত্তর দিক থেকে উত্তরাঞ্চলীয় আল বাব শহর পুরোপুরি ঘিরে ফেলে। তারা ওই শহরমুখী একটি সড়কবিচ্ছিন্ন করার পর আইএস জঙ্গিরা অবরুদ্ধ হয়ে পড়ে।
মানবাধিকার সংগঠনের প্রধান রামি আব্দেল রহমান জানান, আল বাবের চারপাশে চলমান সংঘর্ষে সোমবার কমপক্ষে ১১ সরকারপন্থী যোদ্ধা নিহত হয়। একই দিন মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে আইএসের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৪ সরকারি যোদ্ধা নিহত হয়।