শুক্রবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৮শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশী চালকসহ নিহত ২

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৬, ২০১৭

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় হিমায়িত মুরগিবাহী একটি লরি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এর বাংলাদেশী চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আরেক সহকারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে সেরেমবানের জামপল এলাকার জালান বাহাউ-কেমায়ান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জামপল পুলিশ প্রধান নূরজাইনি মোহাম্মদ নূরের বরাতে এখবর জানিয়েছে মালয়েশিয়ার সরকারি সংবাদসংস্থা বারনামা।

নূরজাইনি জানিয়েছেন, নিহত বাংলাদেশী চালকের নাম তানভীর আহমেদ সিদ্দিকী (৪৬) এবং তার নিহত সহকারীর নাম ইসমাইল ফাদিলজাহ (৪৬)।

আহত সহকারীর নাম মোহাম্মদ সিয়াবান মোহাম্মদ আমিনকে (২৯)। তাকে গুরুতর আহত অবস্থায় জামপল হাসপাতালে পাঠানো হয়েছে।

নূরজাইনি বলেন, সকাল সাড়ে ৫টার দিকে লরিটি সড়কের একটি মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকের আসনেই তানভীর এবং ইসমাইল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহত তানভীর এবং ইসমাইলের মরদেহ জামপল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।