শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশ ও বিশ্বে সেরা আলোকিত মানুষ হতে হবে- অশোকাফেলো

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৯, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এসএসআইটি এট ইডিও- এর উদ্যোগে গত ২৭ জানুয়ারী মুক বধির বিদ্যালয়ে আনন্দঘন শিক্ষামূলক অনুষ্ঠান হয়েছে। এসএসআইটি এট ইডিও এর প্রতিষ্ঠাতা বিশ্বের ৭৯ টি দেশের মধ্যে শিক্ষা গবেষণায় যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ  অশোকাফেলো মাতিন আহমেদের শিক্ষা গবেষণার ১৫ বছর পূতি উপলক্ষে অনুষ্ঠানে ২০০৪ সালে প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী,স্মৃতিচারণ, কেককাটা, শিশু মেলা, অভিভাবক সমাবেশ,এসএসআইটি এট ইডিও- এর আওতাধীন নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্রাজুয়েশন , গ্লোবাল সিটিজেনস স্কুলের মেধাবী শিক্ষার্থী,মহান বিজয় দিবসে জেলা প্রশসনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরণ, আনন্দঘন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেমন খুশী তেমন সাজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা,শিক্ষা বিষয়ক আলোচনা,গেষ্ট অব অনার পর্ব,ডিজিট্যাল কালার ইভেন্ট,আকাশে স্পার্কিং আতশবাজি, রঙ্গিন ফানুশ উড়ানো, আপ্যায়ন, সাংস্কৃতিক পর্ব সহ বিভিন্ন ইভেন্ট হয়েছে। অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষা গবেষক, দেশী বিদেশী অতিথিরা পরিদর্র্শক ছিলেন। অনুষ্ঠানে শিশুদের মানসিক বিকাশ বিষয়ে আলোচনা করেন অশোকা ফেলো মুনীরা রহমান, আধুনিক শিক্ষা বিষয়ে আলোচনা করেন কবি অনুবাদ আনিস মুহম্মদ। অনুষ্ঠানের শুরুতেই অশোকা ফেলো মাতিন আহমেদকে অভিনন্দন জানানো হয়। এ সময়ে বক্তব্যে মোঃ মাতিন আহমেদ বলেন  আমার জীবনের অন্যতম লক্ষ্য শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়াকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করা, পূন্যতোয়া তিতাস তীরের নতুন প্রজন্মকে বিশ্ব সেরা আলোকিত মানুষ, ব্যাঙ্গলোরের মতো ব্রাহ্মণবাড়িয়াকে কম্পিউটার সিটি, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াকে স্টুডেন্টস স্পীকিং টাউন হিসেবে গড়া, সেই লক্ষ নিয়ে আমি কাজ করে সফলতা পেয়েছি। দেশ বিদেশে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সফলতার সাথে লেখাপড়া করছে। এইসব শিক্ষার্থীরা বিশ^সেরা আলোকিত মানুষ হয়ে একদিন প্রধান অতিথি হয়ে এমনই অনুষ্ঠানে আসবে বলে আমি আশাবাদী। সুন্দর স্বপ্ন কখনই বিফলে যায় না। তিনি শিক্ষার্থীদের আলোকিত হওয়ার স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক,বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আহমেদ, শিক্ষানুরাগী নাফিজ আহমেদ সেলিম, জেলা চেম্বারের সাবেক সভাপতি তানজিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, শিক্ষক রম্য লেখক পরিমল ভৌমিক,আনিছ আহমেদ, স্পেন থেকে আগত মাসুদ ইকবাল সুমন, নাজমুনন্নাহার শিপা প্রমুখ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য যন্ত্র সঙ্গীত পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের ওস্তাদ সামসুদ্দিন খান, ওস্তাদ সঞ্জিত কুমার রায়, প্রবীর আচার্য , তবলা সঙ্গত করেন সুমন ভৌমিক,প্রতিষ্ঠানের শেলী ওয়াকার এর নেতৃত্বে শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান, এবং ঢাকা থেকে ডিপ্লোমেটিক জোনের শিল্পী  শৈৗরিন, মম, অনিক, নিঝু সঙ্গীত পরিবেশন করেন। দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টানা এই অনুষ্ঠানে  নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্র্যাজুয়েশন , গ্লোবাল সিটিজেনস স্কুল ,লাইফ মেকার কিডস ইউনিভাসিটি ,আইসিসি ও কিন্ডার কিডস ইউনিভাসিটি. রঙ্গন একাডেমি,এলোহা,থ্রী ফিঙ্গারস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অভিভাবক শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর