মঙ্গলবার, ৩১শে জানুয়ারি, ২০১৭ ইং ১৮ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

সার্চ কমিটির নিয়ে যারা সমালোচনা করছেন তাদের অতীতের ইতিহাস জানা দরকার : আইনমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৭

বিশেষ প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, যারা সার্চ কমিটি নিয়ে সমালোচনা করছেন তাদের অতীতের ইতিহাস জানা দরকার। সমালোচকরা ইয়াজউদ্দিন সাহেবের মতো লোকদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। দলীয়করণের অভ্যাস তাদের আছে, আমাদের নেই। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার্চ কমিটি নিয়ে বিএনপির করা সমালোচনার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, উনারা (বিএনপি) যদি সার্চ কমিটির লোকদের সম্বন্ধে আরও আরো খোঁজ নেন, তাহলে দেখা যাবে তারা অত্যন্ত শিক্ষিত, তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন। মন্ত্রী আরও বলেন, সার্চ কমিটি নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন- রাষ্ট্রপতির এ বিশ্বাস আছে বলেই তাদের এ দায়িত্ব দিয়েছেন। এর আগে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিলে দেয়া প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল। এছাড়া জেলা থেকে আমন্ত্রিত সাংবাদিক বৃন্দও উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।