বাঞ্ছারামপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. লিটন মিয়া (২০) ও সোহেল রানা (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত উসমান তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত লিটন বাঞ্ছারমপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে ও সোহেল একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল বাঞ্ছারামপুর উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের মনিহার স্টুডিওর পেছন থেকে থেকে ১০০ পিচ ইয়াবাসহ লিটন ও সোহেলকে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত উসমান তাদের ছয় মাস করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক আরও দুই অভিযানে তিনজন আটক করা হয়েছে। এরা হলেন, আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৩০) এবং নাদিম ভূইয়া (২৪)। তাদের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা, দুই কেজি গাঁজা ও ১৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।