২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


কোন কোন দেশের নারীরা সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক হয়!


Amaderbrahmanbaria.com : - ১৮.১২.২০১৬

অনলাইন ডেস্ক : একজন নারী কখন অসতী হন অথবা একজন পুরুষ কেনই বা তার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেন এমন প্রশ্নের সঠিক উত্তর পাওয়া দুষ্কর। অনেকেই মনে করেন এমনটির জন্য তাদের জাতি বা দেশেও নাকি দায়ী।

কনডম তৈরির আন্তর্জাতিক কোম্পানি ‘ডিউরেক্স’ কিন্তু তাদের এক সমীক্ষায় এমনই একটি তালিকা তৈরি করেছে৷
১। থাইল্যান্ড-

থাইল্যান্ডের প্রায় ৫১ শতাংশ মানুষ কোনও না কোনও সময় তাদের পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ এমনটাই বলছে সমীক্ষার ফলাফল৷

২। ডেনমার্ক-

ডেনমার্কের প্রায় ৪৬ শতাংশ নারী-পুরুষ জীবনে অন্তত একবার হলেও জীবনসঙ্গীর সঙ্গে ছলনা করেছে৷

৩। ইটালি-

Loading...

প্রাচীন সভ্যতা আর আধুনিকতার পাশাপাশি মনোরম সমুদ্রসৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালার সমন্বয়ে গঠিত ইটালি পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণীয় গন্তব্য৷ কিন্তু সেই ইটালিরও প্রায় ৪৫ শতাংশ মানুষ বিশ্বাসঘাতক৷

৪। জার্মানি-

ইটালির মতো কর্মনিষ্ঠ জার্মানদের মধ্যেও ছলনার প্রবণতা প্রবল৷ এ দেশেরও মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ নারী-পুরুষ জীবনে নিজ পার্টনারকে ঠকিয়েছে৷

৫। ফ্রান্স-

ফ্রান্স বললেই মনে পড়ে ভালোবাসার শহর প্যারিসের কথা৷ অথচ এই ভালোবাসা কিন্তু সারা জীবনের জন্য কাউকে ভালোবাসা না-ও হতে পারে৷ একই সময়ে একাধিক মানুষের প্রতি ভালোবাসা কোনও অদ্ভুতুড়ে কাণ্ড নয় ফরাসিদের কাছে৷ আর সে কারণেই হয়ত ফরাসিদের ৪৩ শতাংশ মানুষ নিজের সঙ্গীর প্রতি বিশ্বাসী নয়৷

৬। নরওয়ে-

নরওয়ের মোট ৪১ শতাংশ মহিলা-পুরুষ দাম্পত্য সম্পর্কে ছলনা বা মিথ্যাচারের আশ্রয় নেয় বলে জানাচ্ছে ‘ডিউরেক্স’-এর এই সমীক্ষা৷

৭। বেলজিয়াম-

বেলজিয়ামের ৪০ শতাংশ মানুষ কোনও না কোনও সময় তাদের পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷

৮। ব্রিটেন-

নিজের সঙ্গী থাকার পরও অন্য নারী বা পর-পুরুষের প্রতি আকর্ষিত হয়ে থাকে যুক্তরাজ্যের প্রায় ৩৬ শতাংশ মানুষ৷ অন্যের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়ে তারা৷ বিডি-প্রতিদিন





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close