২১শে ডিসেম্বর, ২০১৬ ইং, বুধবার ৭ই পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


সরাইলে সরকারি অফিসে জাতীয় পতাকার অবমাননা : দিনে দুপুরে জ্বলছে বৈদ্যুতিক বাতি


Amaderbrahmanbaria.com : - ১৭.১২.২০১৬

sarail-picn-flag-17-12-1সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টার দিকে দেখা গেছে ওই অফিসে ঝুলছে জাতীয় পতাকা। একই অফিসে বিরতিহীন ভাবে দিনের বেলায় জ্বলছে বৈদ্যুতিক বাতি।শনিবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচন অফিসের নীচতলা ও দ্বিতীয়তলায় প্রত্যেকটি কক্ষের দরজা বন্ধ। প্রধান ফটকে ঝুলছে তালা। কিন্তু দ্বিতীয়তলার বারান্দার গ্রিলে ছোট একটি লাঠির আগায় বাঁধা লাল সবুজের জাতীয় পতাকা। কোণাকোণি করে দাড় করানো ওই লাঠির আগায় কিছুটা এলোমেলো ভাবে পতাকাটি ঝুলছে। অফিসের সামনে পতাকা ঝুলানোর জন্য ষ্ট্যান্ড থাকার কথা। আবার দ্বিতীয় তলার বারান্দার উপরে জ্বলছে একটি এনার্জি বাল্ব। সরকার এবং বিদ্যুৎ বিভাগের লোকজন যখন বিদ্যুতের অপচয় রোধ করে সারা দেশে মরিয়া হয়ে অভিযান পরিচালনা করছে। ৩০ টাকার বাতির বদলে যখন আড়াই থেকে ৩’শ টাকার বাল্ব ক্রয়ে গ্রাহকদের বাধ্য করছে কর্তৃপক্ষ। ঠিক সেই সময়ে সরকারি অফিসে দিনভর জ্বলছে বৈদ্যুতিক বাতি। অনুসন্ধানে জানা যায়, গত শুক্রবার বিজয় দিবসের দিন সকালে পতাকাটি লাগানো হয়েছিল। নিয়ম হচ্ছে ওইদিনই সন্ধ্যা ৬টায় পতাকা নামিয়ে ফেলা। কিন্তু নির্বাচন অফিস সেই কাজটি করেনি। ফলে পতাকাটি অযত্ন অবহেলায় ঝুলছে দিনে রাতে ৩৪ ঘন্টা ধরে। আর বৈদ্যুতিক বাল্বটি একনাগারে জ্বলছে ৪৬ ঘন্টা ধরে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিন আকন্দ বিজয় দিবসের লাগানো পতাকা গতকাল বিকাল ৪টা পর্যন্তও নামানো হয়নি বাল্বও জ্বলছে এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাহী কর্মকর্তার দফতরে পতাকা উত্তোলন করলেই সকলের হয়ে যায়। তারপরও আমার অফিসের অপারেটর পতাকাটি উত্তোলন করেছিল। আমি খেয়াল করিনি। তাদেরও মনে নেই। তাই পতাকাটি ভুলে আর নামানো হয়নি। এখনো ঝুলছে। আমার কোন ষ্টাফ তো সেখানে থাকে না। আশুগঞ্জ থেকে যেয়ে তো পতাকা নামানো সম্ভব না। তারপরও তাকে বলেছি। সে যাচ্ছে (গতকাল বিকাল-৪.১৫)। আর এত কিছু মেইনটেইন করে চলা তো সম্ভব না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, বিজয় দিবসের দিন সকালে উত্তোলন করে এখনো যদি পতাকা না নামিয়ে থাকে তাহলে অবশ্যই তা অবমাননাকর। আমি এখনই খোঁজ খবর নিয়ে দেখছি।

Loading...

 





Loading...

সম্পাদক ও প্রকাশক : আশ্রাফুর রহমান রাসেল
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close