ইউরোপে হামলা হতে পারে : ইউরোপোল
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপোল সাবধান করে দিয়েছে যে, আইএসএর জঙ্গিরা মধ্যপ্রাচ্যে হেরে যাচ্ছে বলে ইউরোপের লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাতে পারে।ইউরোপীয়ান পুলিশ বলছে, অনেক বেশি বিদেশি যোদ্ধা আবার ইউরোপে ফিরে আসার চেষ্টা করছে। হামলা চালাতে সক্ষম অনেক যোদ্ধা এরই মধ্যে ইউরোপে ফিরেও এসেছে।
তাদের গাড়ি বোমা হামলা চালানো হতে পারে। অপহরণ করতে পারে। কিংবা চাঁদাও আদায় করতে পারে। তবে পারমাণবিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালানোর আশঙ্কা খুবই কম।আইএস জঙ্গিদের ‘সফট টার্গেটে’ হামলা চালানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এককভাবে হামলা চালানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ফ্রান্সের নিসে লরি হামলার কথা উল্লেখ করা যায়।
ইউরোপোল আরো সাবধান করে দেয় যে, ইউরোপে প্রবেশকারী সিরীয় উদ্বাস্তুদের হামলা চালাতে জঙ্গিরা উৎসাহ যোগাতে পারে। এ ছাড়া সিরীয় উদ্বাস্তুদের দলে ভিড়ানোর জন্য তারা সহজেই উদ্বাস্তু শিবিরে প্রবেশ করতে পারে।