১৩ই অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ২৮শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সালমানের ১০০ কোটি রুপির মামলা


টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সালমানের ১০০ কোটি রুপির মামলা


Amaderbrahmanbaria.com : - ০৯.১০.২০১৬

বিনোদন ডেস্ক : সারা বছরের প্রায় সব সময়ই মামলা-মোকদ্দমা লেগে থাকে সালমান খানের সঙ্গে। নানা সময়ে নানাজনে বিভিন্ন কারণে-অকারণে মামলা ঠুকে দেন এই তারকার বিরুদ্ধে। তবে এবারের ঘটনা ব্যতিক্রম। বলিউডের এ সময়ের সফলতম এই তারকা নিজেই ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন একটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, এই মামলার পেছনে রয়েছে বন্য প্রাণী শিকারের অভিযোগে সালমানের বিরুদ্ধে আনা সেই অভিযোগের যোগসূত্র। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির এক হরিণ শিকারের অভিযোগ আনা হয় সালমানের বিরুদ্ধে। সেই মামলা তাঁকে তাড়া করেছে বহু বছর। এই নতুন মামলার সঙ্গে এই ঘটনার যোগসূত্র বিচিত্র বটে।

সালমানের আনা অভিযোগ বলছে, এই চ্যানেলটি সেই সময়ে একটি ‘বিশেষ অভিযান’ চালিয়েছিল সেই অভয়ারণ্যে, যেখানে সালমানের কথিত ‘হরিণ শিকারের’ ঘটনাটি ঘটে। তখন চ্যানেলটির রিপোর্ট দাবি করেছিল যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য রয়েছে যে সে/তাঁরা সালমানকে গুলি করতে দেখেছেন। পরে অবশ্য চ্যানেলটি তাদের নিজেদের দাবি নাকচ করে দেয়।

এই পরিপ্রেক্ষিতে সালমানের তরফ থেকে চ্যানেলটির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি রুপি দাবি করা হয়েছে। অবশ্য এই বছরের আগস্ট মাসেই উচ্চ আদালতের এক শুনানির সময়ে চ্যানেলের তরফ থেকে জানানো হয়, ওই অপারেশনের সব ধরনের ভিডিও, স্ক্রিপ্ট এবং তথ্যাদি তারা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে।

অবৈধভাবে বন্য প্রাণী শিকারের অভিযোগে সালমানের বিরুদ্ধে দুটি মামলা জারি ছিল বহু বছর। চলতি বছরের জুলাই মাসে রাজস্থান উচ্চ আদালত দুটি মামলা থেকেই তাঁকে রেহাই দেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close