১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


৫০ বিষাক্ত কেউটে পালিয়েছে, চীনের নানজিং শহরে আতঙ্ক


Amaderbrahmanbaria.com : - ১২.১০.২০১৬

চীনের পূর্বাঞ্চলীয় জ্যাংসু প্রদেশের নানজিংয়ের একটি সাপের খামার থেকে পঞ্চাশেরও বেশি বিষাক্ত কেউটে সাপ পালিয়ে যাবার পর শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
অক্টোবরের ৮ তারিখে শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি সাপ মারা হয়। তারপরই খামার থেকে এতগুলো সাপ পালিয়ে যাওয়ার খবর বেরিয়ে পড়তে থাকে।
দুদিন পর গতকাল (সোমবার) স্থানীয় সরকার থেকে এক বিবৃতিতে জনসাধারণকে সাবধান করা হয়, চুনি নামের একটি খামার থেকে দুশটিরও বেশি কেউটে পালিয়ে গেছে।
পরে এগুলোর মধ্যে ১৫০টিকে হয় ধরা হয় না হয় মেরে ফেলা হয়। কিন্তু ৫০টিরও বেশি সাপের খোঁজ পাওয়া যায়নি।
সাপগুলোকে এখন তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। খামারটির পাঁচ কিলোমিটার দুর পর্যন্ত এই সন্ধান চলছে। বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।
সাপের কামড়ের ভয়ে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক সিরাম আনিয়েছে। স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছ।
সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে। খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close