১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » এক পদে একাধিক প্রার্থী হলে নির্বাচন:ওবায়দুল কাদের


এক পদে একাধিক প্রার্থী হলে নির্বাচন:ওবায়দুল কাদের


Amaderbrahmanbaria.com : - ১২.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চট্রগ্রাম বিভাগীয় দফতর উপ-কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, লোক দেখানো গণতন্ত্রের মত আওয়ামী লীগ কোনো পদের জন্য ফরম বিক্রি করে না। যদি কোনো পদের জন্য একাধিক প্রার্থী থাকে তবে নির্বাচন কমিশন এবং স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে কাউন্সিলররা প্রার্থী নির্বাচন করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের একটি নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। সে অনুযায়ী দল পরিচালিত হয়। একামাত্র আওয়ামী লীগই দলের অভ্যন্তরে এবং বাইরে গণতন্ত্রের চর্চা করে। কাউন্সিলরদের অনুমতি ছাড়া স্বয়ং সভানেত্রীও কাউকে কোনো পদ থেকে বাদ দিতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১৯শে অক্টোবরের মধ্যে সম্মেলনের সমস্ত কার্যক্রম শেষ হবে। আমারা অন্যদের মত জাম্বুজেট মার্কা পকেট কমিটি করি না। এবারের সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী টিম ওয়ার্ক তৈরি হবে যা দলকে সঠিকভাবে নেতৃত্ব দিবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের দেশ থেকে উগ্রবাদ নিশ্চিহ্ন হয়ে গেছে তা ভাবার কোনো কারণ নেই। প্রকাশ্যে আমাদের বিরোধিতা করার মত এখন বিরোধী কোনো দল নেই। তবে যা আছে তা সাম্প্রদায়িক উগ্রবাদ। সাম্প্রাদয়িক উগ্রবাদী এ শক্তিকে নিশ্চিহ্ন করতে সম্মেলন শক্তি যোগাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী প্রমুখ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close