১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » কসবা » কসবা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ বাংলাদেশী নাগরিক আটক
পূর্ববর্তী ঝরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকিতেই চলছে পাঠদান


কসবা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ বাংলাদেশী নাগরিক আটক


Amaderbrahmanbaria.com : - ১২.১০.২০১৬

 ১১ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালতা নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনাকালীন দুপুর ১টায় প্রায় ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রীসহ অবৈধপথে ভারত হতে বাংলাদেশে আসার সময় ০৯ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- ১। নন্দন দেবনাথ (২৯), পিতা- ননী গোপাল দেবনাথ, গ্রাম- হাটাশ, ডাকঘর ও থানা- ভাঙ্গুরা, জেলা- কুমিল্লা, ২। ফুল কুমার কর্মকার(২৮), পিতা- অরুন কর্মকার, ৩। ভবতোষ পাল(২১), পিতা- সন্তুষ পাল, ৪। রনি সাহা(২৫), পিতা- পরিমল সাহা, ৫। রাজিব দেবনাথ(২৪), পিতা- সুধন দেবনাথ, ৬। কেশব কর্মকার(২২), পিতা- মৃত অজিৎ কর্মকার, ৭। ভাপন দেবনাথ(২৩), পিতা-ভজন দেবনাথ, ৮। টিটন পাল(২৫), পিতা- গোপাল পাল, ৯। সুমিত কর্মকার(২৪), পিতা- যতিন্দ্র কর্মকার এবং সকলেই কসবা উপজেলার কুটি বাজার ইউনিয়নের গংগাসাগর গ্রামের বাসিন্দা। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ০৯ অক্টোবর ২০১৬ তারিখে দূর্গা পূজা দেখার জন্য অবৈধ পথে ভারতে গমন করেছিল। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ তাদেরকে কসবা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close