১৩ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৯শে ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » সুন্দরবন কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল
পূর্ববর্তী সৌদিতে খালেদা-তারেক সাক্ষাৎ, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা


সুন্দরবন কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল


Amaderbrahmanbaria.com : - ০৯.০৯.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীর ঈদের (ঈদুল আযহা) ছুটি বাতিল করা হয়েছে।সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি ও ৩৩৪ প্রজাতির বনজ সম্পদ রক্ষা এবং বনজীবীসহ দেশি-বিদেশি ইকোট্যুরিষ্টদের (প্রতিবেশ পর্যটক) নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদপ্তর এই ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেছে কতৃপক্ষ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন বিভাগ জানায়, ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের এই লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জ সদর ও সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জসহ সুন্দরবন সন্নিহিত লোকালয়ের ট্যুরিষ্ট স্পটগুলোতে ইকোট্যুরিষ্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। এ কারণে এবার সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে ইউএসএআইডি’র অর্থায়নে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি নির্ভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close