১৬ই সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১লা আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


বৃষ্টিতে ম্লান ঈদের আনন্দ


Amaderbrahmanbaria.com : - ১৩.০৯.২০১৬

নিউজ ডেস্ক : ঈদের দিন সকালেই বৃষ্টিতে বিড়ম্বনা পড়েছেন নগরবাসী। কালো মেঘের গর্জন আর ঝমঝমিয়ে বৃষ্টিতে ঈদের আনন্দ ম্লান হতে চলেছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এর আগে অবশ্য সোমবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর সোমবারই জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হবার সম্ভবনা প্রবল।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। রাজধানীর অনেক স্থানে মসজিদের ভিতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুবায়েত কবির জানান, মঙ্গলবার দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

তিনি জানান, সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close