সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে অস্ত্রসহ মোবারক (২৮) নামের এক সড়ক ডাকাত গ্রেপ্তার হয়েছে। গত বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ইসলামাবাদ (গোগদ) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ। ডাকাত মোবারক মঈন্দ পশ্চিম পাড়ার আবু তাহের মিয়ার ছেলে। পুলিশ জানায়, মোবারক আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী পরিবহনে সে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তার রয়েছে একটি শক্তিশালী ডাকাত সিন্ডিকেট। তারা দেশের বিভিন্ন জায়গায় ভাড়ায় ডাকাতি করতে যায়। শুধু সরাইল থানায় ডাকাতি,হত্যা ও ছিনতাইসহ অর্ধডজন মামলা রয়েছে। গত বুধবার মহাসড়কের ইসলামাবাদ এলাকায় ১৫-২০ জনের সংঘবদ্ধ দল নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। টের পেয়ে এসআই আবদুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদের ঘেরাও করে মোবারককে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। মোবারকের কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ, ২টি ছুঁড়া ও ২টি বল্লম উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ডাকাত মোবারককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।