আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে বুধবার বোমা হামলা হয়েছে। এতে অন্তত ১৩ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
হামলায় নিহতদের মধ্যে নয়জনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’কে (পিকেকে) দায়ী করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।
একটি হামলা চালানো হয় সিরনাক প্রদেশের ইরাক সীমান্তবর্তী এলাকায়। সেখানে রকেট হামলায় চার সেনাসদস্য নিহত হন। আহত হন নয়জন। এদিকে খিজিলতেপি শহরের একটি হাসপাতালের পাশে রিমোটচালিত বিস্ফোরণে চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত ৪০ জন। আর দায়ারবাকিরে একটি গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।