নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবারে সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রত্যেক বৈঠকে ২১ আগস্ট হামলা মামলার অগ্রগতি জানানোর বিষয়ে আমাদের সংসদীয় কমিটির জন্য একটি নির্দেশনা রয়েছে। সে হিসেবে আজকের বৈঠকেও আইনমন্ত্রী বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেছেন, বর্তমানে ২২৪তম সাক্ষীর জেরা চলছে। এরপর আর দুই সাক্ষীর জেরা বাকি থাকবে। এরপরই মামলার রায় হবে।’
কবে মামলার রায় হতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরে রায় হতে পারে। আইনমন্ত্রী আমাদের এ বিষয়টি জানিয়েছেন।’সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রীসহ আনিসুল হক সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। হামলায় ২২ জন নিহত হয়।