বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

‌বিজিবিতে যুক্ত হচ্ছে ৪ হেলিকপ্টার : স্বরাষ্ট্রমন্ত্রী

2016_04_13_11_10_11_eiDH1xziRtsLTFuE2iorlQKRGM5nlO_originalপার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হচ্ছে হেলি উইং (এয়ার উইং)। নতুন এ উইংয়ের জন্য প্রাথমিক পর্যায়ে ৪টি হেলিকপ্টারও কেনা হচ্ছে।বুধবার (১৩ এপ্রিল) বিজিবির সদর দপ্তরে কমান্ডারর্স ফোরামের কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমাল এ তথ্য জানান।বিজিবির ঝুঁকিভাতা ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। সেই ভাতা নতুন করে কার্যকরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বিজিবির প্রশংসা করে বলেন,‘ অনেক সময় কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে মাদক ও চোরাচালানের বিভিন্ন পণ্য দেশে ঢুকে পরলেও বিজিবির তৎপড়তায় সেগুলো ধরা পড়ে। এটা আমাদের গর্বের বিষয়।’ বিজিবি কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাচ ও পদোন্নতির বিষয়টি বিবেচনাধীন বলে জানান মন্ত্রী।

এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গেল বছরের ডিসেম্বরেই এক সংবাদ সম্মেলনে এই নতুন উইংয়ের ঘোষণা দিয়েছিলনে।