মন্দির ট্র্যাজেডি, হতাহতদের অনুদানের ঘোষণা নরেন্দ্র মোদির
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১০, ২০১৬
---
আন্তর্জাতিক ডেস্ক : কেরালার পুতিনগাল মন্দিরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে ২ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাশাপাশি আহতদের পরিবারকেও ৫০ হাজার রূপি করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।
মন্দির পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্য সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।