g সংবাদ পাঠিকার কাণ্ড! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

সংবাদ পাঠিকার কাণ্ড!

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৮, ২০১৬

---

weathergirl_106126ডেস্ক রিপোর্ট : রোমানিয়ান একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রোক্সানা ভান্সিয়া। জনগণকে আবহাওয়ার খবর দেয়াই তার কাজ। গতকাল বৃহস্পতিবারও এই কাজই করছিলেন তিনি। ম্যাপের সামনে দাঁড়িয়ে জানাচ্ছিলেন উষ্ণতার খবর। কিন্তু হঠাতই একটু বেশি বেড়ে যায় রোক্সনার ‘উত্তাপ’।

খবর পড়তে পড়তে হঠাতই বেশি উত্তেজিত হয়ে লাফাতে শুরু করেন রোক্সানা। আর তাতেই ঘটে যায় অঘটন। পোশাকের আবরণ ছেড়ে উন্মুক্ত হয়ে পড়ে তার বক্ষ।

২৫ বছরের তরুণীর এই ‘সংবাদ পরিবেশন’-এর লাইভ টেলিকাস্ট দেখেন ৪০ লাখেরও বেশি মানুষ। মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় রোক্সানার ‘খবর’।

তবে আবহাওয়ার এমন ‘হট’ খবর এই প্রথম নয়। মেক্সিকান চ্যানেলে গত বছর এরকম ‘খবর’ পরিবেশন করেছিলেন ইয়ানেট গার্সিয়া।