g বাঞ্ছারামপুরে সংঘর্ষের ঘটনায় আটক ৪ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে সংঘর্ষের ঘটনায় আটক ৪

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩১, ২০১৬

---

images (7)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বিয়ে বাড়িতে উচ্চ সুরে মাইক বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় আব্দুস সালাম  (৬৫) ও লাল মিয়া (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় আরো ৮-১০ টি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।এ ঘটনায় আছিয়া খাতুন নামে এক বৃদ্ধাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভুর্তি করা হয়েছে।

আটকৃতরা হলেন- নিহত আব্দুস সালামের পক্ষের কালিকাপুর গ্রামের রহমতুল্লাহ (৬৫) ও তার আত্মীয় কুমিল্লা জেলার হোমনা উপজেলার শুক্কুর আলীর ছেলে মো. শাহ আলম (৪০) এবং লাল মিয়ার পক্ষের কালিকাপুর গ্রামের সুরুজ মিয়া (৬৫) ও আনোয়ার হোসেনের ছেলে সজীব মিয়া (২৫)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর