শনিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৪ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ক্লিনটন সামলাবে রান্নাঘর : হিলারি

যুক্তরাষ্ট্রে-প্রেসিডেন্ট-পদের-জন্য-লড়বেন-হিলারি-ক্লিনটনআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান তবে তাঁর স্বামী বিল ক্লিনটনের দায়িত্ব হবে রান্নাঘর সামলানো। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ধারণা নেবেন বলেও জানান তিনি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের এক বিতর্ক অনুষ্ঠানে হিলারি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।

হিলারি বলেন, ‘আমি যতটা সম্ভব তাঁকে রান্নাঘর সামলানোর ব্যাপারে যথাযথ পরামর্শ দেব। তবে যখন অর্থনীতির বিষয়টি সামনে আসবে, তখন আপনি বাজি ধরতে পারেন এ বিষয়ে আমি তার মতামত ও পরামর্শ নেব। কারণ আমার স্বামীর নেতৃত্বে মার্কিন অর্থনীতি প্রশংসিত হয়েছিল, বিশেষ করে ’৯০ এর দশকে সবার আয় বেড়েছিল ও দারিদ্র্যে থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছিল।’

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর দৌড়ে এগিয়ে থাকা হিলারি বলেন, ‘আমি তাকে শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠাব ভালো ভালো ধারণা খুঁজে আনার জন্য। কেননা তিনি যেমনটা বলেন তা আমিও বিশ্বাস করি যে আমেরিকার যত ভুল ছিল তা আমেরিকাতেই সমাধান হয়েছে। অর্থনীতির উন্নয়নের জন্য আমাদের আরও অনেক কিছু করা উচিত। বিশেষ করে দরিদ্র সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য আরও সুযোগ তৈরি করা উচিত।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে পরকীয়া: যা বলছে আইন

পার্কে গেলেই কুড়িয়ে পাবেন হীরা!

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির কবলে ইন্দোনেশিয়া

রানওয়ে থেকে ছিটকে হ্রদে পড়ল উড়োজাহাজ

চা বিক্রি করে ২০০ কোটি টাকার মালিক তিনি!

শারীরিক সম্পর্কে সাড়া না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

আরব আমিরাত ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি ইরানের

ইরাকের শ্রেষ্ঠ সুন্দরীকে গুলি করে হত্যা

‘মায়ের পাশে ভাসছে শিশুর মরদেহ’