শনিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৪ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দামেস্কের ঘৌতা এলাকায় রুশ বিমান হামলায় বিদ্রোহী সংগঠন জায়েশ আল ইসলামের কমান্ডার জাহরান আলাউশ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। 

ওই হামলায় সংগঠনটির আরো পাঁচ সদস্য নিহত হয়েছেন।

জায়েশ আল ইসলাম দামেস্কের সবচেয়ে প্রভাবশালী বিদ্রোহী সংগঠন। শুক্রবার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে বৈঠকের সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর ওই হামলা চালানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে সিরিয়া সরকারের বিভিন্ন সূত্রও নিশ্চিত করেছে।

দামেস্কে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চক্ষুশূল ছিলেন জাহরান আলাউশ। তাঁর নেতৃত্বাধীন জায়েশ আল ইসলাম ২০ হাজার সদস্যের একটি সুগঠিত সশস্ত্র বাহিনী। তিনি আসাদের জন্য ক্রমে হুমকি হয়ে উঠছিলেন। রুশ বিমান হামলায় তাঁর নিহত হওয়াটা বিদ্রোহীদের জন্য বড় একটি ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের দমনে সম্প্রতি বিমান হামলা শুরু করে রাশিয়া। এ হামলায় আইএস দমনে সাফল্যের কারণে দেশটি যেমন আলোচিত, তেমনি বিদ্রোহীদের হত্যার কারণে সমালোচিত।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থার দাবি, রাশিয়া সিরীয় বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এ ধরনের দাবি নাকচ করেছে মস্কো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে পরকীয়া: যা বলছে আইন

পার্কে গেলেই কুড়িয়ে পাবেন হীরা!

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির কবলে ইন্দোনেশিয়া

রানওয়ে থেকে ছিটকে হ্রদে পড়ল উড়োজাহাজ

চা বিক্রি করে ২০০ কোটি টাকার মালিক তিনি!

শারীরিক সম্পর্কে সাড়া না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

আরব আমিরাত ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি ইরানের

ইরাকের শ্রেষ্ঠ সুন্দরীকে গুলি করে হত্যা

‘মায়ের পাশে ভাসছে শিশুর মরদেহ’