g সাকিব-মুশফিকের প্রশংসায় চিগুম্বুরা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সাকিব-মুশফিকের প্রশংসায় চিগুম্বুরা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৮, ২০১৫

---

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এল্টন চিগুম্বুরা। লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রাখার। তবে তাঁর লক্ষ্য পূরণ হয়নি। মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে বাংলাদেশ ২৭৩ রানের ভালো সংগ্রহ গড়েছে। ম্যাচ শেষে জিম্বাবুয়ে অধিনায়ক নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়ে অকুণ্ঠে প্রশংসা করলেন বাংলাদেশের জয়ের দুই নায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে চিগুম্বুরা বলেন, ‘এই ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। বোলিংয়ের সময় শেষ দিকে বেশ কিছু বাউন্ডারি দিয়েছি। এর পর ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। এত ভুল করলে ম্যাচ জেতা যায় না।’
সেঞ্চুরি করা মুশফিক আর পাঁচ উইকেট নেওয়া সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘মুশফিকের অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছে। পরে বল হাতে সাকিব আমাদের ভুগিয়েছে। আমাদের ব্যাটসম্যানরা তাঁর সামনে প্রতিরোধ গড়তে পারেনি।’
পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘এই হারের কথা ভুলে আমরা পরের ম্যাচে ভালো খেলার চেষ্টা করব। আশা করি, দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফেরাতে পারব।’