বুধবার, ২৩শে মে, ২০১৮ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আসামীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় আসামীবাহী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আসামি নাজিম উদ্দিন (৪০) মারা গেছেন।  নাজিম উদ্দিনের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আসাদ বিন মাহমুদ নিশ্চিত করেছেন। মৃত নাজিম উদ্দিন চট্টগ্রামের সীতাকুন্ড থানার ইমাম নগর থানার হারুনুর রশিদের ছেলে। বার্ন ইউনিটে দগ্ধ এসআই আবদুল মালেকসহ বর্তমানে ৩ আসামি চিকিৎসাধীন রয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাপুর এলাকায় ট্রাকের সাথে ডিবি পুলিশের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নিহত হন ডিবি পুলিশের কনস্টেবল আবদুল আজিজ। এছাড়া দগ্ধ হন ৫ পুলিশ ও ৪ আসামি।
 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

হাভানা বিমান দুর্ঘটনায় নিহত ১১০

বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা- জেলা প্রশাসক 

নাসিরনগর সাউয়াক গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

নিজে খাবেন না, এমন খাবার বিক্রি করবেন না : খাদ্যমন্ত্রী

হল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ, ৬ মাসের মধ্যে ই-টিকিটিং চালু

কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত ২৫ কি.মি যানজট