রবিবার, ১১ই মার্চ, ২০১৮ ইং ২৭শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

রাজধানীর নর্দ্দায় ট্রাকচাপায় নিহত ২

accident_198479ডেস্ক রির্পোট :রাজধানীর নর্দ্দায় বৃহস্পতিবার ভোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- আবুল হাসনাত সোহাগ (৩০) ও মিরাজুল ইসলাম (৪১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নর্দ্দা ফুটওভার ব্রিজের নিচে মোটরসাইকেল আরোহী দুই যুবককে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আবুল হাসনাত সোহাগের।
গুরুতর আহত মিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাককে আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email