তারেক রহমান বিশ্ব বেয়াদব-মঈন উদ্দিন মঈন
আমিরজাদা চৌধুরী : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান হলেন লেখাপড়া না জানা একটা বিশ্ব বেয়াদব ছেলে। তিনি রবিবার সকালে লন্ডনে সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্থানীয় প্রেসক্লাব চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈন উদ্দিন মঈন আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান একজন শ্রেষ্ঠ দুর্নীতিবাজ। ক্ষমতায় থাকাকালে সে হাওয়া ভবনের নামে দেশের হাজার কোটি টাকা আত্মসাত করে এখন লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে একজন ফেরারী আসামী। বিএনপির বেহালদশা দেখে তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে। তাই সে লন্ডনে বসে বসে জাতীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক কটুক্তি করছে। সে একটা বিশ্ব বেয়াদব, কুলাঙ্গার।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুটক্তিকারী তারেক রহমানকে অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাড় করাতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, তারেক রহমানের বেয়াদবির বিচার দেশবাসী করবে।
তিনি বিএনপি-জামাতের যে কোন ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আহবান জানান।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডঃ কামরুজ্জামান অপু, সাইদুল ইসলাম জুয়েল প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সেলিম রেজা হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামাল হোসেন, সজরুল হক সুজন, বিজয় কৃষ্ণ মল্লিক, কাজী জাবেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান শিপু, আশরাফুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দিন, জহির মিয়া, বাবু, বাবুল খা, আফজালুর রহমান রোজেল, দিদারুল আলম, সাগর চাঁন, রানা, স্বপন, সালাহ উদ্দিন, অনুপম দাস, সাদ্দাম, শাকিল, তানজিব, ছাত্রলীগ নেতা কাজী আশিক, আজাহারপ্রমুখ। প্রতিবাদ সভা শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্থানীয় আধুনিক পৌর সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।