আশুগঞ্জে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত॥
নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে শহরের পূর্ব বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মহাফিল ও কেক কাটার মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান সাদেক, মোঃ মানিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক আব্দু মিয়া, সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, চর চারতলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, সাধারন সম্পাদক জিয়াউর রহমান, বিএনপির নেতা আজাদ মিয়া, যুবদল নেতা কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান সরকারের আতংক। আর এ জন্যই সরকার তারেক রহামানকে দেশে আসতে দিচ্ছে না। তারেক রহামানের নির্দেশেই আগামী দিনে দলের আন্দোলন সংগ্রাম এগিয়ে নিবো।