রবিবার, ২৯শে এপ্রিল, ২০১৮ ইং ১৬ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

index

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা গ্রামে আজ শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আশুগঞ্জের ফেরীঘাট এলাকায় ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের আনু সরকারের বাড়ির শাহআলম ও মনা বাড়ির তৌহিদুল ইসলাম নাসিরের ছেলে বিজয় এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে আনু সরদারের বাড়ির লোকজন ও মনা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের লোকজন সংঘর্ষে নেমে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Print Friendly, PDF & Email