সোমবার, ৩০শে এপ্রিল, ২০১৮ ইং ১৭ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিনেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের

রুকুনুজ্জামান বাবুল, (পার্বতীপুর) দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলনের ৬ দিনেও কর্তৃপক্ষের সাড়া মেলেনি। ২৫ এপ্রিল বুধবার কর্মসূচীর অংশ হিসাবে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি,ইউ,সি)এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করেছে।তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে না নিলে আগামীতে রাজপথ – রেলপথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টি ইউ সি র দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। প্রকল্পের উন্নয়ন কাজের শ্রমিকরা উৎপাদন শ্রমিক হিসাবে নিয়োগদান চেয়ে দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে আসছেন। কর্তৃপক্ষ স্থানীয়দের নিয়োগ না দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছন বলে দাবী করেন তারা।

অপরদিকে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকরা তাদের অংশ নয় বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত এলাকায় কয়লার স্তূপ, ভৈরবে হুমকিতে পরিবেশ

‘মুক্তিযোদ্ধাদের মতো সাংবাদিকরাও সমাজের শ্রেষ্ঠ সন্তান’

বজ্রপাতে আট জেলায় ১৮ জনের মৃত্যু

হোমনায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু