মঙ্গলবার, ১লা মে, ২০১৮ ইং ১৮ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন একটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন একটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কসবা পৌর এলাকার তারাপুর নামক স্থানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লি: কসবা-১ এর অনুসন্ধান কূপ প্রকল্পের আওতায় খনন কাজের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। বাংলদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান আবুল মনসুর মো: ফয়েজউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভ্ইুয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, এড.রাশেদুল কাউছার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এই কূপ থেকে প্রাথমিকভাবে ৩শ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভবনা রয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৯০ থেকে ১শ কোটি টাকা। প্রায় সাড়ে চার থেকে পাঁচ একর জমির উপর এই কূপ খনন কাজ চলছে বলে কসবা-১ প্রকল্পের পরিচালক মিজানুর রহমান জানান।

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আ.লীগ নেতাদের আড়াই ঘণ্টার নৈশভোজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে সরকারি অনুমতি পত্রে নাম নেই মাশরাফির

ইসলামে শ্রমিকের অধিকার

টাকার অভাবে বাবার দেখা পাচ্ছে না হাত হারানো সুমি

আইপিএলে খেলা নিয়ে মঈন আলীর আক্ষেপ!

বিপাকে শবনম বুবলী