সোমবার, ৩০শে এপ্রিল, ২০১৮ ইং ১৭ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের বিরুদ্ধে কলেজছাত্রীর একক লড়াই!

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে নারীদের হেনস্তা ও যৌন নিপীড়নের প্রতিবাদে কানিজ ফাতেমা নামে এক তরুণী একাই রাস্তায় নেমেছেন। শুক্রবার দুপুরে প্রখর রোদ মাথায় নিয়ে রাজধানীর শ্যামলীতে সড়কের আইল্যান্ডে পোস্টার হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। পোস্টারে যৌন নিপীড়নবিরোধী বার্তা লিখা ছিল।

এর আগে গত ২ এপ্রিল ধর্ষণের প্রতিবাদ করতে রাজধানীর উত্তরায় একাই পথে নেমেছিলেন আফসানা কিশোয়ার লোচন নামে এক নারী।

শ্যামলীতে প্রতিবাদ জানানো কানিজ ফাতেমা পড়াশোনা করছেন সিটি কলেজে। তিনি পোস্টারে লিখেছেন, ‘এই অসুস্থ সমাজটাকে সুস্থ করার দায়িত্ব আমাদের সবার। এগিয়ে আসুন, যেন নিরাপদ থাকে প্রত্যেকটি ঘরের নারী। দিনশেষে যেন কোনো মেয়েকে হতে না হয় ‘ধর্ষিতা’। বন্ধ হোক গণপরিবহনে যৌন হয়রানি, হেল্পলাইন ৯৯৯।

কানিজ ফাতেমা জানান, ‘মানুষের সচেতনতা বাড়াতেই রাস্তায় নেমেছি। আজকেই প্রথম প্রতিবাদ করছি এমন নয়। যখনই সুযোগ হয় তখনই রাস্তায়, বাসে পোস্টার নিয়ে দাঁড়াই। যাতে মানুষ এসব নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন। আজকে মালিবাগ থেকে সাভার যাচ্ছি, পথে আসাদগেটে দাঁড়িয়েছিলাম। এখন শ্যামলীতে দাঁড়ালাম। বাসের ভেতরেও কিছু সময় দাঁড়িয়েছিলাম। অনেকেই এর প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বিদ্রুপের চোখে দেখছেন। কেউবা প্রশ্ন করছেন, আমি যৌন নিপীড়নের কী বুঝি? আবার কেউ বলছেন সব পোশাকের দোষ।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে। গত ২১ এপ্রিল রাজধানীর বাড্ডা এলাকায় তুরাগ পরিবহনে উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

‘মানুষ মরতে থাকবেই, মরুক!’

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

জাতীয় সংসদের ২৫ আসনে সীমানা পরিবর্তন

আগারগাঁও টু মতিঝিল মেট্রোরেলের ৭ স্টেশন নির্মাণে চুক্তি

চীন, রাশিয়া, ভারত, জাপানকে পাশে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন