সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

র‌্যাব-১৪  অভিযানে ১০লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ, তিন ব্যবসায়ীকে কারাদন্ড 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-১৪ এর  বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজার সুতার দোকান থেকে  ৩৮১কেজির প্রায় ৪লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে। এসময় চার ব্যবসায়ীরকে নগত ৫ হাজার টাকা করে জরিমানা এরই  মর্ধ্যে তিন ব্যবসায়ীকে প্রত্যেককে  ১ বৎসর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
 র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তাকে নিয়ে  শুক্রবার বিকাল থেকে  সন্ধ্যায় পর্যন্ত র‍্যাবের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়  আল আমিন ট্রেডার্স থেকে ১৪৫ কেজি ও মোল্লা ট্রেডার্স থেকে ১১৬ কেজি, ভাই ভাই ট্রের্ডাস থেকে ১০২ কেজি ও হাজী এন্টাপ্রাইজ থেকে ১৮কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।  ৪লক্ষ মিটার এ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লক্ষ টাকা। র‌্যাবের এ অভিযানে ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান নিয়াজী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসলাম হোসাইন । এসময় মৎস্য কর্মকর্তা মোঃ সামছুদ্দিন উপস্থিত ছিলেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Print Friendly, PDF & Email