শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

১ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বে রেকর্ড!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বাছাই পর্বের এশিয়া অঞ্চলের খেলায় মিয়ানমারের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১ রানে ৫ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ার বাঁ-হাতি স্পিনার পবনদীপ সিং।

কুয়ালালামপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০.১ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯ রান তুলতেই গুটিয়ে যায় মিয়ানমার।

দলের হয়ে সর্বোচ্চ ৩ রান করেন হ্যাঁ কো কো অং। অতিরিক্ত থেকে আসে ৩ রান।

বৃষ্টি আইনে জয়ের জন্য মালয়েশিয়ার টার্গেট দাঁড়ায় ৮ ওভারে মাত্র ৬ রান। এই ছয় রান করতে ১০ বল খেলে ২ উইকেট হারায় মালয়েশিয়া। দলের জয়ে ৭ ও ৪ রান করে করেন সুহান আলগরাতনাম ও শারভিন মুনিইডি।

মালয়েশিয়ার হয়ে পবনদীপ সিং ৪ ওভারে মাত্র ১ রানে ৫ উইকেট শিকার করেন।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ৪ ওভারে ৮ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার অজন্তা মেন্ডিস। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হাম্বানটোটায় এই রেকর্ড গড়েছিলে লঙ্কান এ অফ স্পিনার।

বাছাই পর্বের এশিয়া অঞ্চলের খেলায় বাজে প্রতিযোগিতা চলছে। কে কার চেয়ে কম রানের রেকর্ড গড়তে পারে, হয়তো সেই প্রতিযোগিতায় নেমেছে মিয়ানমার, চীন ও থাইল্যান্ড।

গত রবিবার নেপালের করা ১৭২ রানের জবাবে ১৮ রানেই গুটিয়েছিল থাইল্যান্ড। অন্যদিকে বুধবার সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়ে বাজে রেকর্ড গড়েছিল চীন।

শুধু কম রানের রেকর্ড নয়, টার্গেট তাড়া করতে নেমে সবচেয়ে কম বলের জয় নিশ্চিত করার রেকর্ড গড়েছে মালয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

যেখানে কোহলির চেয়ে এগিয়ে মাহমুদউল্লাহ-মুশফিক

তিতলি-মাইকেল-লুবান : একসঙ্গে তিন ঘূর্ণিঝড়ের কবলে পৃথিবী

জার্মানির ৯০০ মসজিদে লক্ষাধিক অমুসলিম দর্শনার্থী

ছোটদের অলিম্পিক হকিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে চীনের সামরিক ঘাঁটি!

অল্পের জন্য রক্ষা পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

বার্সেলোনার হতাশা বাড়াচ্ছেন আলকাসের

রোনালদোর অভাব টের পেতে দেননি সিলভারা

ব্রাজিলকে বার্তা দিল আর্জেন্টিনা