মহিলারা কি মুরগি জবাই করতে পারবে? জেনে নিন ইসলাম কি বলে
ইসলাম ডেস্ক: আমাদের দেশের অনেকে মনে করেন পশু জবাই কেবল পুরুষরাই করবে। মহিলারা পশু জবাই করতে পারবে না। শরিয়ত কী বলে? নারীরা কি প্রাণী জবাই করতে পারবে? এমনই এক প্রশ্নের জবাব দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’য় রাতুল নামে এক ব্যক্তির প্রশ্নের জবাবে মতিউল ইসলাম বলেন, জি পারবে। কোনো অসুবিধা নেই। মহিলারাও জবাই করতে পারবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করলেই জবাই হয়ে যাবে।
মা-মেয়ে, মা-ছেলে, ভাই-বোন যারাই হোক জবাই করতে কোনো অসুবিধা নেই। এখানে লিঙ্গগত কোনো ভেদাভেদ নেই। আপনি আপনার মাকে নিয়ে মুরগি জবাই করতে পারবেন। তবে জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ, আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে।