৫ লাখ লোক মারা যাবে ক্ষমতায় না আসতে পারলে: শামীম ওসমান
নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসার দরকার দেশকে বাঁচানোর জন্য। এবার ক্ষমতায় আসতে না পারলে দেশের ৫ লাখ লোক মারা যাবে। ওরা আমাদেরকে ঘর থেকে এনে মারবে। ওরা ক্ষমতায় আসতে পারলে দেশকে আফগানিস্থান বানাবে। জঙ্গি তৎপরতা বেড়ে যাবে। দেশকে বাঁচাতে হলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে ফতুল্লার ইসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে আমি যখন এমপি ছিলাম না। নারায়ণগঞ্জে যারা অনেকেই এমপি হয়েছিলেন। যাদের কারণে দল যাক ওইগুলা আর বললাম না। ২০১৪ স্বাধীনতা বিরোধী শক্তিসহ সব মিলিয়ে নেত্রীর উপর ছোবল মারার চেষ্টা করেছিলো, সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলো। আঘাতের পর আঘাত করেছিলো আমরা সেদিন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ বলেছিলাম খেলা হবে। এবার একই সুরে একই শক্তি কথা বলছে। বাংলাদেশের দুটি দল আছে। একটি আওয়ামীলীগ আরেকটি এন্টি আওয়ামীলীগ। এখন একটাই প্ল্যান শেখ হাসিনা হটাও।
নারায়ণগঞ্জের রাজপথে আমরা লাখো লোক নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তি আমরা প্রস্তুত আছি। একটি ডাক দিবে আমরা ভীমরুলের চাকের মতো ঢাকার রাজপথ দখল করার ক্ষমতা রয়েছে।
শামীম ওসমান বলেন, সামনে ধাক্কা আসতেছে। এটাই শেষ লড়াই। ওদের সমস্ত শক্তি প্রয়োগ করবে। দেশে বিদেশে ষড়যন্ত্রের জাল ফেলছে। শকুনরা সব আকাশে উড়ছে। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত তারা সব শক্তি প্রয়োগ করবে।
এ মাসের ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত ঢাকায় ট্রেনিং নিতে যাবো। ২৭ অক্টোবর সামসুজ্জোহা স্টেডিয়ামে দুপুর ৩টায় নারায়ণগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ জনসভা করবো। নারায়ণগঞ্জের অন্যান্য আসনের লোকদেরও দাওয়াত করবো। মিটিংয়ের প্রধান অতিথি থেকে সবকিছুই আপনারা।
কর্মীসভায় মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, মহানগর আওয়ামীলীগের শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন। উৎস : বিডি২৪লাইভ