বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

লাশের পাশে পড়ে ছিল মালা, সিঁদুর ও সুতো!

এক আদিবাসী ব্যক্তির রক্তাক্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বুধবার (৩ অক্টোবর) সকাল এগারোটা নাগাদ ভারতের মানকর ক্যানেলপাড়ের মাঠের মধ্যে ওই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান বাসিন্দারা। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাজু হাঁসদা। তাঁর বাড়ি বুদবুদ থানার দেবশালা গ্রামে।

মানকর ক্যানেলপাড়ের কুচিডাঙ্গা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি ছিল। পুলিশের অনুমান, মৃত ব্যক্তি তন্ত্রসাধনা করতেন। তাঁর দেহের পাশে রুদ্রাক্ষের মালা, সিঁদুর, সুতো-সহ বেশ কিছু জিনিস পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা তন্ত্র সাধনা সংক্রান্ত কোনও ঝামেলার জেরেই খুন হয়েছেন এই ব্যক্তি।

রাজু হাঁসদা দু’টি বিয়ে করেছিলেন। একটি মানকর কুচিডাঙ্গা গ্রামে এবং অন্যটি আউসগ্রামের নতুনডাঙ্গায়। মৃত্যুর সঙ্গে দুই বিয়ের কোনও সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে, প্রাথমিক তদন্ত শেষে পুলিশ দাবি করছে, শত্রুতার জেরেই খুন হয়েছেন তান্ত্রিক। এ ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।