বুধবার, ৩রা অক্টোবর, ২০১৮ ইং ১৮ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

মানজুকিচ-রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক: সিরি এ’তে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচ জিতল জুভেন্টাস। মারিও মানজুকিচের জোড়া লক্ষ্যভেদে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

ইতালিয়ান শীর্ষ লিগে টানা সপ্তম জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬ পয়েন্ট পেছনে ফেলল জুভেন্টাস।

৭ ম্যাচে ২১ পয়েন্টে শীর্ষে তুরিন ক্লাব। আর ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নাপোলি। অবশ্য রবিবার এসি মিলানকে হারাতে পারলে সাসুওলো ৫ পয়েন্টের ব্যবধান কমিয়ে দুই নম্বরে উঠবে।

মাত্র ১০ মিনিটে নাপোলি এগিয়ে যায় দ্রিয়েস মের্টেন্সের গোলে। ক্রিস্তিয়ানো রোনালদো ও মানজুকিচের সমন্বিত চেষ্টায় সমতা ফেরায় জুভেন্টাস। পর্তুগিজ উইঙ্গারের ক্রস থেকে দুর্দান্ত হেডে ডেভিড ওসপিনাকে পরাস্ত করেন মানজুকিচ।

বিরতির চার মিনিট পর ওসপিনা ঠেকিয়ে দেন রোনালদোর চেষ্টা, কিন্তু ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন মানজুকিচ। নাপোলির ঘুরে দাঁড়ানোর মিশনে বড় ধাক্কা লাগে ৫৮ মিনিটে। পাউলো দিবালাকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মারিও রুই।

১০ জনের নাপোলি আর ফিরতে পারেনি ম্যাচে। বরং তাদের জালে তৃতীয়বার বল জড়ায় ৭৬ মিনিটে। কর্নার কিক থেকে রোনালদোর নিচু হেডে দূরের পোস্ট দিলে লক্ষ্যভেদ করেন লিওনার্দো বোনুচ্চি।

দুটি গোল বানিয়ে দেওয়া রোনালদো ৮৭ মিনিটে জাল খুঁজে পেয়েছিলেন। কিন্তু অফসাইডের বাঁশি বাজলে তার আর গোলদাতার খাতায় নাম লিখা হয়নি। গোল ডটকম

এ জাতীয় আরও খবর

সাকিবের চোটে টেস্ট অধিনায়ক হচ্ছেন রিয়াদ!

পাকিস্তানের হারে সেমিফাইনালে বাংলাদেশ

খেলা চলাকালীন মারামারিতে জড়ালেন দুই ক্রিকেটার

মোস্তাফিজকে রেখে মুশফিককে ছেড়ে দিল রাজশাহী

পুরনো দলেই রয়ে গেলেন মাশরাফি-গেইল

গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডিভোর্স চান ক্রিকেটার মোসাদ্দেক, সময় চাইলেন সামিয়া

আক্ষেপ থেকেই জবাব দিয়েছি : তাসকিন

কোহলির ওয়েবসাইট হ্যাকড: ব্যানারে লিটন দাসের ছবি!