বুধবার, ৩রা অক্টোবর, ২০১৮ ইং ১৮ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নেইমারের জোড়া গোলে পিএসজির রেকর্ড ছোঁয়া জয়

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর দাপট চলছেই। শনিবার নেইমারের জোড়া গোলে নাইসকে হারিয়ে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ৮২ বছরের রেকর্ড স্পর্শ করল পিএসজি।

অ্যালিয়াঞ্জ রিভেইরাতে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে প্রথম ৮ ম্যাচে শতভাগ সাফল্য তাদের। ১৯৩৬-৩৭ মৌসুমে অলিম্পিক লিলইসের পর মৌসুমের প্রথম ৮ ম্যাচ জেতার কৃতিত্ব গড়ল পিএসজি। পরের ম্যাচ জিতলেই রেকর্ডটা একার করে নেবে থোমাস টুখেলের শিষ্যরা।

১১ মিনিটে আনহেল দি মারিয়া গোলমুখ খুলতে পারতেন। কিন্তু নাইসের গোলপোস্ট তাকে লক্ষ্যভ্রষ্ট করে। ২২ মিনিটে ঠাণ্ডা মাথায় বাঁকানো শটে ১-০ করেন নেইমার।

ক্রিস্টোফার এনকুনকো ব্যবধান দ্বিগুণ করেন ৪৬ মিনিটে। এক ঘণ্টা হওয়ার আগেই নেইমারকে কনুই দিয়ে গুতো মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইলিয়ান কিপ্রিয়েন। ১০ জনের নাইস রক্ষণে জোর দিলেও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে কাইলিয়ান এমবাপের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।

এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেইন্ত এতিয়েন্নের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে পিএসজি। ৮ ম্যাচে তারা পেয়েছে ২৪ পয়েন্ট। গোল ডটকম

এ জাতীয় আরও খবর

সাকিবের চোটে টেস্ট অধিনায়ক হচ্ছেন রিয়াদ!

পাকিস্তানের হারে সেমিফাইনালে বাংলাদেশ

খেলা চলাকালীন মারামারিতে জড়ালেন দুই ক্রিকেটার

মোস্তাফিজকে রেখে মুশফিককে ছেড়ে দিল রাজশাহী

পুরনো দলেই রয়ে গেলেন মাশরাফি-গেইল

গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডিভোর্স চান ক্রিকেটার মোসাদ্দেক, সময় চাইলেন সামিয়া

আক্ষেপ থেকেই জবাব দিয়েছি : তাসকিন

কোহলির ওয়েবসাইট হ্যাকড: ব্যানারে লিটন দাসের ছবি!