বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার- বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের তার সন্তানের প্রতি সচেতন হতে হবে। সন্তান ঠিকমত লেখাপড়া করছে কি না,ভাল মানুষের সাথে চলাফেরা করছে কি না।
আজ শনিবার(১৫ সেপ্টেম্বর)স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে¡ সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,অধ্যক্ষ মোঃ লমগীর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,ওসি রঞ্জন কুমার ঘোষ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম খান, তাওহীদ ভুইয়া, মহিলা অভিভাবক সদস্য কাজী খালেদা আক্তার ও বিদ্যুৎসাহী সদস্য যুগেন্দ্র চন্দ্র দাস প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের কমিটির সকল সদস্য,শিক্ষক ও ছাত্রছাত্রিরা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।