সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদরের কড্ডার মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হওয়া গেছে।
নিহত শাহাদত হোসেন শহরের মাহমুদপুরের শাহজাহান আলীর ছেলে। আহত চারজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদতকে মৃত ঘোষণা করেন।