ইসলাম নির্মূলে ‘ছোট মক্কা’য় ধর্মীয় শিক্ষা ও নামাজ নিষিদ্ধ !
চীনের ‘ছোট মক্কা’ বলে পরিচিত নীলগম্বুজ মসজিদ চত্বর বালকদের ধর্মীয় শিক্ষা ও নামাজের জন্য আর ব্যবহার করা যাবে না। স্থানীয় মুসলিমদের দাবি, ইসলামকে সমূলে উৎপাটন করতেই এই পদক্ষেপ নিয়েছে চীনা সরকার।সংবাদ সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ চীনের পশ্চিমাঞ্চলের লিনজিয়ায় সম্প্রতি ১৬ বছরের নিচে বালক-বালিকাদের জন্য ধর্মীয় শিক্ষা ও নামাজ নিষিদ্ধ করেছে সরকার।
চীনের পশ্চিমাঞ্চলে আরেক মুসলিম অধ্যুষিত এলাকা জিনজিয়াংয়েও ধর্মীয় স্বাধীনতার ওপরে সরকার কর্তৃক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বিচ্ছন্নতাবাদী আন্দোলনের অভিযোগে তাদেরকে নানাভাবে নিপীড়ন করছে সরকার।
অভিযোগ, কথিত ইসলামী চরমপন্থা মতবাদ বৃদ্ধির আশঙ্কার অজুহাতে সেখানে পবিত্র কুরআন শিক্ষা ও দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মসজিদে ইমামতি করার আনুষ্ঠানিকতাকেও সংকুচিত করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া