বৃহস্পতিবার, ১৯শে জুলাই, ২০১৮ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

চারটি বগি লাইনচ্যুত: রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর আড়ানীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত আগে থেকে পায়নি। কিন্তু হঠাৎ করে লাল পতাকার সিগনাল দেয়া হলে স্টেশন পার হয়ে ট্রেন নিয়ন্ত্রণ করি। তবে অল্পের জন্য উভয়ে রক্ষা পেয়েছি।

ট্রেনটিরর পরিচালক আব্দুর রউফ বলেন, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ট্রেনের বিষয়ে জানানো হয়েছিল। ঈশ্বরদীগামী ট্রেনটি চারশ’ গজ দূরে থেমেও গিয়েছিল। কিন্তু হঠাৎ করে স্ট্রেশন মাস্টার লাল পতাকা তুলে ধরলে ট্রেন থামানোর চেষ্টা করি। আর এতেই এ দুর্ঘটনা ঘটে। এছাড়া লাইন মেরামতের কাজ শরু করা হয়েছে। রাতের মধ্যে আশা করছি ট্রেন চলাচল শুরু হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন আড়ানীর দিকে আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস যাচ্ছিল। এ সময় স্টেশন মাস্টার লাল পতাকা দিয়ে সংকেত দেয়ায় তিতুমীর এক্সপ্রেসের চালক সুকৌশলে কিছু দূরে ট্রেন থামিয়ে দিলে এর চারটি বগি লাইনচ্যুত হয়। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ভেতরে থাকা ১০ জন যাত্রী আহত হন।

এদিকে আড়ানী স্ট্রেশন মাস্টার এসএম আবদুর রউফ জানান, আগে থেকে সিগনাল দেয়া হয়েছিল। কিন্তু ট্রেন স্ট্রেশনে নিয়ন্ত্রণ করতে না পেরে চকরপাড়া রেলক্রসিংয়ের কাছে গিয়ে নিয়ন্ত্রণ করে।

এ জাতীয় আরও খবর

‘হুমায়ুন অাহমেদ শুধুই অামার’

হুমায়ূন আহমেদের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

উরুগুয়ে প্রেসিডেন্ট গ্রিজম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত

চাঞ্চল্যকর তথ্য: ‘শারীরিক সম্পর্কে জড়াতে রাজি না হওয়ায় বৃষ্টিকে খুন করে দুলাভাই’

১৪ দলের সঙ্গে যুক্ত হতে চায় নাজমুল হুদার ৯ দল: নাসিম

গরীব-দুখী মানুষের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন : মোকতাদির চৌধুরী এমপি