বৃহস্পতিবার, ১৯শে জুলাই, ২০১৮ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

সাফল্যের রহস্য বললেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ জেতার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে সোমবার দেশে ফিরেছেন সালমারা। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ যেন বদলে যাওয়া দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা জানালেন এই বদলে যাওয়ার রহস্য

টানা সাফল্যের গৌরব নিয়ে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ জেতার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়া, মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ এখন বদলে যাওয়া দল। কীভাবে সম্ভব হলো এই বদলে যাওয়া, সেটিই দেশে ফিরে জানালেন মেয়েদের অধিনায়ক সালমা খাতুন।

সালমা শুরুতেই জানালেন বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গল্প, ‘আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপ খেলা। সেটা পূরণ করেছি। আমরা এখন বিশ্বকাপ খেলব (নভেম্বরে)। বাছাইপর্ব খেলার আগে আমরা আয়ারল্যান্ড গিয়েছিলাম কন্ডিশনে মানিয়ে নিতে। ওখানেও আমরা ভালো খেলছি। সিরিজ জিতেছি। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারিনি, ওরা শেষ ম্যাচে ভালো খেলেছে। তবু সব মিলিয়ে আমরা খুব খুশি। মালয়েশিয়ায় এশিয়া কাপের পর থেকে আমরা যেভাবে খেলছিলাম, সেটা যে আমরা ধরে রাখতে পেরেছি, এটাই আমাদের উন্নতি। এ কারণেই সাফল্যগুলো আসছে।’

দলের একটা জায়গায় বড় উন্নতি হয়েছে। যেটির ফল হিসেবে টানা সাফল্য পাচ্ছে বাংলাদেশ। সালমা সেই উন্নতির জায়গাটা নিয়ে বললেন, ‘যে ব্যাটসম্যানগুলো আমাদের এখন খেলছে, আগেও কিন্তু তারা খেলেছে। আগে কী হতো, ধারাবাহিক রান করতে পারত না। আগে হয়তো একজন করলে আর দুজন করতে পারত না। এখন আমাদের একজন আউট হলে আরেকজন ধরে খেলার সামর্থ্য রাখে। আমার মনে হয়, ব্যাটিংটা অনেক উন্নতি করার কারণেই আমরা ভালো করছি। ব্যাটিংয়ে যেহেতু উন্নতি হয়েছে, একটা স্কোর দাঁড় করালে বোলিং-ফিল্ডিংয়ে আত্মবিশ্বাস আসছে। আমরা আসলে তিন বিভাগেই উন্নতি করেছি।’

সালমা কৃতিত্ব দিলেন মেয়েদের দলের ম্যানেজার নাজমুল আবেদীন ও নতুন কোচ আঞ্জু জৈনকেও। দুজনের ক্ষুরধার মস্তিষ্ক সহায়তা করছে দারুণ সব পরিকল্পনা করতে। সালমা আলাদা করে বললেন নতুন কোচকে নিয়ে, ‘প্রধান কোচ (আঞ্জু) অনেক ভালো, আমাদের সঙ্গে মন খুলে মেশেন। আমরাও তাঁর সঙ্গে একই রকম। কোচ আসলে এমনই হওয়া উচিত। মন খুলে মিশলে হয় কী সবকিছু আমরা শেয়ার করতে পারি। এটা আমাদের খুব দরকার ছিল।’

এ জাতীয় আরও খবর

হুমায়ূন আহমেদের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

উরুগুয়ে প্রেসিডেন্ট গ্রিজম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চূড়ান্ত

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন গেইল-রাসেল

জিম্বাবুয়েকে ৬৭ রানে গুড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ পাকিস্তানের

সাকিবরা ব্যাটিং পরামর্শক পাচ্ছেন ওয়ানডে সিরিজেই