বৃহস্পতিবার, ১৯শে জুলাই, ২০১৮ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণের সুযোগ!

কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শেষ হয়ে গেল বিশ্বকাপের ২১তম আসর। রাশিয়া বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস বারবার বোমা হামলার হুমকি দিচ্ছিল। বিশ্বকাপ ফাইনালের পর রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন বলেছেন, সাফল্যের সঙ্গে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পেরে তিনি ও তার দেশ ভীষণ গর্বিত।

উচ্ছসিত রুশ প্রেসিডেন্ট তাই ফুটবল ভক্তদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। যাদের কাছে ‘ফ্যান আইডি’ কার্ড আছে, তারা ২০১৮ সালে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন। এই ফ্যান আইডি কার্ডের মেয়াদ শেষ হবে আগামী ২৫ জুলাই। কিন্তু সেই মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ফ্যান আইডি কার্ড দেখিয়ে যতবার ইচ্ছা ততবার রাশিয়া যাওয়া যাবে।

একটি টিভি সাক্ষাত্‍কারে পুতিন বলেছেন, ‘যেভাবে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি, তাতে গর্বিত না হওয়ার কোনো কারণ নেই।’

এ জাতীয় আরও খবর

হুমায়ূন আহমেদের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

উরুগুয়ে প্রেসিডেন্ট গ্রিজম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চূড়ান্ত

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন গেইল-রাসেল

জিম্বাবুয়েকে ৬৭ রানে গুড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ পাকিস্তানের

সাকিবরা ব্যাটিং পরামর্শক পাচ্ছেন ওয়ানডে সিরিজেই