যুদ্ধের মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র!
অনলাইন ডেস্ক: সম্প্রতি চীনের সাথে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে যুক্তরাষ্টের৷ চীন থেকে আমদানিকৃত দ্রব্যের ওপর গত শুক্রবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ৷
এদিকে, ট্রাম্পের এই ঘোষণাতে বেইজিং ক্ষোভ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বেইজিং প্রত্যুত্তর দিতে গেলে ৫,০০০ কোটি ডলারের পর এবার ১০,০০০ কোটি ডলারের চীনা দ্রব্যে শুল্ক বসাবে ওয়াশিংটন৷ এই আমদানি শুল্ক ৮০০ প্রকারের দ্রব্যে আরোপ করা হবে এবং তা আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে৷
সংবাদমাধ্যম কালকাতা টুয়েন্টিফোর’র এক প্রতিবেদনে বলা হয়, চীন থেকে আমদানিকৃত যেসব দ্রব্যের ওপর শুল্ক বসানোর কথা বলা হয়েছিল, সেই তালিকায় ফ্ল্যাট স্ক্রিনের টেলিভিশন, চিকিৎসার উপকরণ, বিমানের উপকরণসহ আরও বহু কিছু রয়েছে৷ তবে চীনও যে জবাব দেবে তেমনটাই মনে করছে অনেকে৷ আর এই বাণিজ্যিক যুদ্ধ শুরু হলে অনেক কিছুর ওপরেই প্রভাব পড়বে- তেমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ৷