বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

জনগণের প্রতি আস্থা না থাকায় বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের প্রতি আস্থা নাই, তাই বিএনপির নেতারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌর্থ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নাই বলে বিদেশ গিয়ে ও কূটনৈতিকদের কাছে নালিশ করছে। তারা নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। সব ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে। বিএনপি নেতারা কে কি করছে তা সব জানি।

বিএনপি নির্বাচনে না আসলে সরকার কি করবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে সরকার নির্বাচনে ডেকে আনে? তারা নিজেদের গণতান্ত্রিক দল দাবি করে আর নির্বাচনে আসবে না, এটা তাহলে কি?

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যাপার। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটা সুযোগ না।

খালেদা জিয়ার সিএমএইচ হাসপাতালে ভর্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনে সেনাবাহিনী চায়। কিন্তু সেনাবাহিনীর হাসপাতালে তাদের অনিহা। সিএমএইচ হাসপাতালের চেয়ে ভাল হাসপাতাল আছে বলে আমার জানা নাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, মৃনাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, বিপ্লব বড়ুয়া, মির্জা আজম, এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে তুরস্কের এই ট্রেনটি এত আলোচিত কেন?

‘আমার ছেলেকে নষ্ট করো না’

‘মেয়েকে মেরে ফেললে কিছু করতে পারবেন?’

‘আমার ভার্জিনিটি, আমার চয়েজ’

সালমান শাহর মৃত্যুতে গৃহকর্মীর জবানবন্দি

ফুটবল নিয়ে বোমা ফাটালেন শাকিরা…