মঙ্গলবার, ১৯শে জুন, ২০১৮ ইং ৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নৌকায় করে বেড়াতে গিয়ে বিলে ডুবে ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক।। ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে গাজীপুরে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা শিশুরা হলো বাইমাইল এলাকার মীম (৮), সাদিয়া (১০), পারভীন (৮) ও সোহাগ (৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঈদের দিন আনন্দ করতে এলাকার নয় শিশু একটি ছোট নৌকা নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বাইমাইল বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে গেলে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চার শিশু তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীরা ঘটনাস্থলে গিয়ে বিলে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করে।

Print Friendly, PDF & Email